BMBF News

দুমকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১১
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে সাতটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার ও সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এনজিও, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল আটটায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে, উপজেলা চেয়ারম্যান ড.হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ কারী দল সমূহের সালাম গ্রহণ করেন এবং কবুতর ও ফেষ্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটরিয়মে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।