BMBF News

দুমকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১১
জাহিদুল ইসলাম, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচি‌র মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাশিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ও দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এসময় দুমকি থানার পুলিশ, আনসার,ভিডিপি, ও স্কাউটগন কুচকাওয়াজ প্রদর্শন করেন।পরে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ আসর দোয়া মোনাজাত ও ইফতারের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.