BMBF News

দুমকীতে মাহে রমজান উপলক্ষে মত বিনিময় সভা

মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসচেতনতায় ইমাম-মুয়াজ্জিনদের করণীয় বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ৫’শতাধিক ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
এসময়ে অনুষ্ঠানের প্রধান আতিথি সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.