BMBF News

দুমকীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

২৬
মেহেদী হাসান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

দুমকীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস, উপজেলা সমাজসেবা অফিসার অলিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, লেবুখালি ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম তুহিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মোঃ সোহবার হোসেন তালুকদার প্রমুখসহ সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্যোক্তাদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।