BMBF News

নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

১২

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি (এমপিএস) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এটাই হবে প্রথম মুদ্রানীতি। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন মুদ্রানীতির মূল লক্ষ্য থাকবে—বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা।

সংবাদ সম্মেলনে গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।