BMBF News

পটুয়াখালীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

এস.এম.সোহান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

 

“এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে পটুয়াখালীতে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান কর্মসূচী। জেলায় ৭৬ হাজারের অধিক কিশোরিকে এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলসহ সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।

 

 

বুধবার দুপুরে সিভিল সার্জন এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন জেলা তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হাওলাদার। এসময় স্বাস্থ্য বিভাগ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানান, এবছর ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রী ও ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হবে। এই টিকা গ্রহন করলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। একটি কুচক্রি মহল গুজব ছড়াচ্ছে নারীদের বান্ধ্যত্ব করনের লক্ষ্যে এই টিকা দেয়া হবে। তাদের এই গুজব প্রতিরোধে সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।