BMBF News

পটুয়াখালীর দুমকিতে ইউপি নির্বাচন ২নং লেবুখালী ইউনিয়নে নির্বাচিত হলেন যারা

৫৫
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

 

গত ১৭জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন নৌকা মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম তুহিন। তা ছাড়া নয়টি ওয়ার্ডে  ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন  মহিলা সদস্য  বিপুল ভোটে জয়লাভ করেন।  

২নং লেবুখালী ইউনিয়ন পরিষদে যারা জয়লাভ করেন তারা হলেন

 

চেয়ারম্যান, সিরাজুল ইসলাম তুহিন (নৌকা) প্রাপ্ত ভোট সংখ্যা ৪হাজার ২৪৬টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জহিরুল ইসলাম স্বতন্ত্র (ঘোড়া) প্রাপ্ত ভোট সংখ্যা ১হাজার ৬২৯টি। নির্বাচিত ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মোঃ কাঞ্চন আলী সরদার (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যা ৪শত ২৭টি। ২নং ওয়ার্ড, মোঃ ইউনুছ ফরাজী (ফুটবল) ৫শত ১৬টি। ৩নং ওয়ার্ড, মোঃ শহিদুল ইসলাম (টিউব‌ওয়েল) প্রাপ্ত ভোট সংখ্যা ৩শত ৮০টি। ৪নং ওয়ার্ড, মোঃ দেলোয়ার হোসেন (টিউব‌ওয়েল) প্রাপ্ত ভোট সংখ্যা ৫শত২৭টি।
৫নং ওয়ার্ড, মোঃ কামাল শিকদার (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৪শত ১৯টি। ৬নং ওয়ার্ড, মোঃ কামরুল হাসান বাবুল (তালা) প্রাপ্ত ভোট সংখ্যা ৫শত ৯টি। ৭নং ওয়ার্ড, মোঃ ইদ্রিস সরদার (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৩শত৪৮ টি। ৮নং ওয়ার্ড, মোঃ শামীম হোসেন (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যা ৩শত ৯১টি। ৯ নং ওয়ার্ড, মোঃ খলিলুর রহমান শরীফ (মোরগ ) প্রাপ্ত ভোট সংখ্যা ৮শত ৬৬টি। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ১,২,৩নং ওয়ার্ড, মোসা: জেসমিন বেগম (কলম) প্রাপ্ত ভোট সংখ্যা ১হাজার ৫৭৩ টি। ৪,৫,৬ নং ওয়ার্ড, মোসা: সালমা বেগম (ব‌ই) প্রাপ্ত ভোট সংখ্যা ১হাজার ৭শত। ৭,৮,৯ নং ওয়ার্ড, মোসা: কুলসুম বেগম (কলম) প্রাপ্ত ভোট সংখ্যা ১হাজার ১৭টি।