BMBF News

পটুয়াখালীর দুমকীতে শিক্ষকদের উদ্যোগে প্রথমবারের মত বসন্ত বরণ অনুষ্ঠিত

২০
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

পটুয়াখালীর দুমকীতে শিক্ষক পরিবারের আয়োজনে “ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় আড়ালে আড়ালে কোনে কোনে” এই শ্লোগানে প্রথম বারের মত পালিত হয়েছে বসন্ত বরনে শিক্ষকদের বন্ধন।

বুধবার দুপুরে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন দি বিরতি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের নবীন প্রবীণ শিক্ষকদের সমন্বয় দুমকীতে এই প্রথম বারের মত বসন্ত বরণ উদযাপন করা হয়। এসময় শিক্ষকগন, এক আনন্দঘন পরিবেশে গান, কৌতুক , আবৃত্তি ও স্মৃতিচারণ মাধ্যমে দিবসটি পালন করেন।
সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের সঞ্চালনায় দিবসটি স্বরনীয় করে রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন আহমেদ হারুন কারিগরি ও বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন, দক্ষিণ বঙ্গ কৃষি কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: জব্বার হাওলাদার, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রব জোমাদ্দার, উত্তর শ্রীরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষকবৃন্দ দি বিরতি রেস্টুরেন্টে উপস্থিত হয়ে দিবসটি পালন করেন।