BMBF News

পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওবায়দুর রহমান অভি পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের নব-কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ প্রতিহিংসা মুলক মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নব-গঠিত কমিটির নেতারা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিসান মাহমুদ।
লিখিত বক্তব্যে জিসান বলেন, কেন্দ্রীয় টিম ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ দীর্ঘ দুইমাস যাচাই বাচাই শেষে কমিটি ঘোষণা করেন। কমিটিতে আমরা যারা পদ পেয়েছি সবাই বিএনপি পরিবারের সন্তান। স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কখনো ছাত্রলীগ করেনি বিগত দিনে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও অরাজনৈতিক প্রোগ্রামে অনেকের সাথে ছবি তোলা হয়ে থাকতে পারে। তার মধ্যে কেউ ছাত্রলীগের নেতা থাকতেই পারে। যেহেতু ছবি গুলো অরাজনৈতিক প্রোগ্রামের তোলা, তাই ওটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই।

তারপরেও একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। তারা মিথ্যাচার ও মানহানিকর তথ্য প্রচার করেন । কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রদল যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদলের সভাপতি নাইম মৃধা, সহ-সভাপতি নিহাদ, সাংগঠনিক সম্পাদক সাফিন সহ অনেকে।