BMBF News

পবিপ্রবিতে কৃষি প্রধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৫
জেলা প্রতিনিধি, পটুয়াখালী :

 

কৃষি ও কৃষি প্রাধান্য ০৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা ০৫ আগস্ট, শনিবার বেলা ১১.৩০টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের আসন সংখ্যা ছিল ৪০০০ (চার) হাজার এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল আশানুরূপ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আট টি কেন্দ্রের মধ্যে পবিপ্রবি অন্যতম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.