BMBF News

পবিপ্রবিতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত -১, আহত ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও তিনজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টায় পবিপ্রবির আবাসিক মসজিদের পাশে নির্মানাধীন একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত ১০.০০ টায় পবিপ্রবি’র স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল ভবনের ছাদে রড উঠানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ ঘটলে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তেই ছিটকে পড়ে কর্মরত নির্মান শ্রমিক ইমরান (২৫), মনির (২৭), শফিকুলসহ (৩৮) চার জন মারাত্মক আহত হন। আহতদের প্রথমে পবিপ্রবি হেলথ কেয়ার সেন্টার ও দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার করেন।পরে আহতদের মধ্যে শফিকুলের মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

 

Leave A Reply

Your email address will not be published.