BMBF News

পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

জাহিদুল ইসলাম, দুমকী প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

 

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জয়বাংলা পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৭/১২/২২

Leave A Reply

Your email address will not be published.