BMBF News

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

২০
মেহেদী হাসান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর
৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন করা হয়।
অনুষ্ঠানের প্রথমে সকাল ৯.০০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও
অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় আরো পুস্পস্তবক অর্পণ করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সম্মুখে দেয়ালিকা উম্মোচন ও ৯.৪৫টায় একাডেমিক ভবনের
সম্মুখ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে এক
শোক র‌্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১০টায়
বিশ্বিবিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়
পরে উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, ১৫ আগস্ট জাতির এক কলঙ্কজনক অধ্যায়। পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও জঘন্যতম ঘটনার বিরল দৃষ্টান্ত ঘটে
১৯৭৫ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে। সদ্য স্বাধীন বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলে।
আত্মস্বীকৃত এই সকল খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, তাদেরকে
দেশে ফিরিয়ে এনে অবশ্যই ফাঁসি কার্যকর করতে হবে তবেই দেশ কলঙ্কমুক্ত হবে।
বিশ্বিবিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুর ১২টায়
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।