BMBF News

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল

১৯
নিজস্ব প্রতিবেদক :

 

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ টার্গেটবল দল। রাত ১১টায় ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ১২ থেকে ১৬ অক্টোবর মুর্শিদাবাদে ভারত জাতীয় টার্গেটবল দলের সাথে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল। বাংলাদেশ দলের এটাই প্রথম কোন বিদেশ সফর। প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে চান খেলোয়াড়রা। প্রস্তুতির জন্য দুই মাস অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে ভারতের পুরুষ ও নারী দল বাংলাদেশ সফর করেছে। দু’বারই সিরিজ জিতেছে বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের বাইরে গিয়ে সিরিজ জয়ের টার্গেট করেছে বাংলাদেশ দল। সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে স্টারটেক লিমিটেড।

বাংলাদেশ দলে ১০ জন খেলোয়াড়। কোচ ও কর্মকর্তা মিলে ১৪ জনের দল। সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আগেই ভারত যাচ্ছে বাংলাদেশ দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেডের কো-অর্ডিনেটর সাব্বির আখতার, বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মশিউর রহমান সুমন, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল টুলু ও বিএম শহিদুজ্জামান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সৈয়দা তাসলিমা আক্তার, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ করিম।

Leave A Reply

Your email address will not be published.