নিজস্ব প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে সকালে তার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মোঃ দেলোয়ার হোসেন।
এর আগে ধানমন্ডি ৩২নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধেয় অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,যুবলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ সহ অন্য সংগঠনগুলো।
ফুলের শ্রদ্ধা অর্পনের পরে লায়ন মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,
আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন।
আজকে তিনি (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সব সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর।