BMBF News

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ১৫ হাজার দোকান কর্মচারীদের জরুরী সহায়তাসহ সারাদেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধ দাবি

১০

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকার বঙ্গবাজারের ৫ টি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে ছাই। এই সমস্ত দোকানে প্রায় ১৫ হাজার দোকান কর্মচারী কাজ করতো। অগ্নি দুর্ঘটনার কারণে ব্যবসায়ীরা সব কিছু হারিয়ে

দিশেহারা। অন্য দিকে ১৫ হাজার দোকান কর্মচারী চাকুরী হারা, বেতন ছাড়া, ঈদ বোনাস ছাড়া। ক্ষতিগ্রস্থ দোকান কর্মচারীদের জরুরী সহায়তা এবং সারাদেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীর ২৫ রমজানের মধ্যে ঈদ

বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবীতে আজ ০৭ এপ্রিল ২০২৩ শুক্রবার সকাল ১০.৩০ টায় জাতীয়,

প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন (রেজি: বি-১৯৯৯) -এর উদ্যোগে দোকান কর্মচারী

মানববন্ধনে সভাপতিত্ব করেন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন : জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব

আমিরুল হক্ আমিন। সংহতি বক্তব্য রাখেন,

ইউনিবিএলসি-এর কো-অর্ডিনেটর জনাব মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন ও ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিস মেহজাবীন মিতালী, মোঃ দিদার হোসন, মিস কুলসুম আক্তার, মিস হ্যাপি আক্তার প্রমুখ।

মানববন্ধন থেকে ৩ টি দাবী তুলে ধরা হয়

১. ঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫ হাজার দোকান কর্মচারীদের জরুরী সহায়তার জন্য সরকার, বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতি আহবান জানানো হয়। ২. ঈদের আগে সারাদেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও বেতন-ভাতা

পরিশোধের জন্য সারাদেশের দোকান মালিক এবং দোকান মালিক সমিতির প্রতি দাবী জানানো হয়।

৩. সারাদেশের দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য মালিক, মালিক সমিতি এবং সরকারের প্রতি দাবী জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.