BMBF News

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে আন্দোলন কর্মসূচির লক্ষ্যে সংবাদ সম্মেলন

৩৬
নিজস্ব প্রতিবেদক :

 

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০সংশোধনপূর্বক গেজেট প্রকাশে উদ্দেশ্যমূলক কালক্ষেপণের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ১৩ই জুলাই সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

সংবাদ সম্মলে লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষকেরদের ৪ দফা দাবি তুলে ধরেন এবং তারা পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বক্তারা বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০ ও সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত আইডিইবি’র জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর জনস্বার্থবিরোধী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণসহ আপত্তিকর বিভিন্ন ধারা উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য কারিগরি পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, ডিজাইন ও প্ল্যানিং এ কর্মরত উপ- সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি বিশেষ ইনক্রিমেন্ট ব্যক্তিগত ভাতা হিসেবে প্রদান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ ও সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ অবারিত করা, বিভিন্ন সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুসারে সংস্থার জন্য কল্যাণকর সমন্বিত অর্গানোগ্রাম প্রণয়ন এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক স্তরে এসএসসি ভোকেশনাল শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়াধীন টিটিসিতে বিদ্যমান ছাত্র শিক্ষকদের সমস্যাদি সমাধানে সদয় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তাঁর সদয় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে একাধিক তাগাদাপত্র দেয়া হয়। এছাড়া, আইডিইবি’র বিভিন্ন অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলভুক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে আমাদের ন্যায্য পেশাগত সমস্যাদি সমাধান হবে মর্মে ধৈর্য্য ধারণের পরামর্শ দিয়েছিলেন। আমরা সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকগণ দেশব্যাপী নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি পালনের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস অব্যাহত রেখেছে।

৪ দফা দাবি সমূহ হল :

 

১.ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৪ দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ার-এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও আপত্তিকর ধারা-উপধারা সংশোধনপূর্বক অবিলম্বে সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে।

২.মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনামত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিজাইন ও প্লানিং বিভাগে কর্মরত উপ- সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস রুল অনুযায়ী জ্যেষ্ঠতা ও বার্ষিক গোপনীয় প্রতিবেদন মূল্যায়ন করে পদোন্নতি প্রদান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ইস্টার্ন রিফাইনারি, যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানি এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করা, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরিতে বহাল রাখা, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি সনদ প্রদান, টিটিসির শিক্ষকদের এক বেতন স্কেলে ৩ পদ প্রথা বাতিল করে পদোন্নতির জন্য উচ্চতর ধাপে বেতন স্কেল নির্ধারণ করে অমানবিক পদোন্নতির প্রথা বাতিল করা, এসএসসি ভোেকশনাল শিক্ষকদের কমন
সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি প্রদান, সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি, সিলেকশন গ্রেড প্রদান ও ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব ও যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে ।

৩.উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্যে দক্ষ ও আধুনিক জ্ঞাননির্ভর টিভিইটি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে তীব্র শিক্ষক সংকট দূরীকরণ, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি প্রদান, পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগবিধি সংশোধন করে ক্যাডার ও নন-ক্যাডার পদসমূহ একীভূত করে বিদ্যমান নন-ক্যাডার পদসমূহ জনবলসহ ক্যাডারে আত্মীকরণ করা, STEP শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ ও ৩৬ মাসের বকেয়া বেতন প্রদান, সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ইমার্জিং টেকনোলজিসমূহ থেকে উত্তীর্ণ ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের বিভিন্ন সরকারি সংস্থায় পদ সৃষ্টি সহ নিয়োগের ব্যবস্থা করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি পদ ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অকারিগরি ব্যক্তিদের নিয়োগ বন্ধ করে নিয়োগবিধি সংশোধনপূর্বক কারিগরি ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

৪.সরকার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৪বছরেই রাখার মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত ইতিপূর্বে গঠিত কমিটি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।

পরবর্তী আন্দোলনে কর্মসূচি সমূহ :

 

# ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চূড়ান্তপর্ব পরীক্ষা চলাকালিন প্রতি রবি ও বৃহস্পতিবার বেলা ১.০০মিনিট থেকে ১.৩০মিনিট পর্যন্ত সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ৪ দফা দাবিতে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের নেতৃত্বে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মিছিল ।

# ১৭ জুলাই ২৩ সকাল ১১ টায় রাজধানী ঢাকাসহ ঢাকা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও

সমাবেশ শেষে মিছিল।

# ১৮ জুলাই ২৩ দুপুর ১২টায় ফরিদপুর অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

# ১৯ জুলাই ২৩ দুপুর ১২টায় ময়মনসিংহ অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে
মিছিল।

# ২০ জুলাই ২৩ সকাল ১১টায় খুলনা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল ।

# ২৩ জুলাই ২৩ দুপুর ১২টায় রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ
শেষে মিছিল।

# ২৪ জুলাই ২৩ দুপুর ১২টায় রংপুর ও সিলেট অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ
শেষে মিছিল।

# ২৬ জুলাই ২৩ দুপুর ১২টায় বরিশাল অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

 

# ৩০ জুলাই ২৩ দুপুর ১২টায় চট্টগ্রাম অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

# ১ থেকে ১৫ আগস্ট ২৩ সার্ভিস এসোসিয়েশনসমূহের সাথে সংগ্রাম পরিষদের মতবিনিময় ও জাতীয়
শোক দিবসের আলোচনা।

# ১৯ আগস্ট’২৩ বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, টিএসসি শিক্ষক সমিতি, টিটিসির শিক্ষক নেতৃবৃন্দ ও ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।

# ২ সেপ্টেম্বর’২৩ ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন।

# ১১ সেপ্টেম্বর’২৩ সকাল ১১টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান ।

Leave A Reply

Your email address will not be published.