BMBF News

বাউফলে ভোট বর্জনের লক্ষ্যে বিএনপির পথসভা

১২
মেহেদী হাসান,জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্বৈরাচার অবৈধ হাসিনা সরকার এবং তাঁর আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন বর্জনে জনমত গঠন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে, মঙ্গলবার সকাল দশটায় বাউফল ঐতিহ্যবাহী পাবলিক মাঠে  উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  এ পথসভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচীব আপেল মাহমুদ ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। সভায় বক্তাব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচীব বাবু স্নেহাংশু সরকার কুট্টি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল গনি সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সভাশেষে ভোট বর্জনের আহ্বানে পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.