BMBF News

বাউফলে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

১০
মেহেদী হাসান ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

যুবলীগ নেতা রেজাউল করিমকে (৫০) হত্যা চেষ্টার মামলায় মাহামুদ হাসান চেয়ারম্যান কে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাহামুদ হাসান বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সোমবার পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৩৮) সহ মোট ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।
কারাগারে প্রেরণ করা অন্য ৩ আসামী হলেন শাহাবুদ্দিন আকন (৪৫), রাসেল হাওলাদার (৩৭) ও আশরাফ উদ্দিন (৩০)।

সরেজমিনে জানা যায় , ২০২৩ সালের ২২ ডিসেম্বর যুবলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.