BMBF News

বায়রার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৭
নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৬ই এপ্রিল বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান এর মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান বিষয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ বেনজির আহমেদ এমপি সহ বায়রার অন্যান্য সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ইমরান আহমেদ বলেন, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বায়রা তাই বায়রার যেকোনো সমস্যার সমাধানে সরকার পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।