BMBF News

বাসাপ পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আমির হামজা

৩০
নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ(বাসাপ) কর্তৃক আয়োজিত “সুস্থ সংস্কৃতি বিকাশে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বাসাপ পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ বিশ্বকাপ ফুটবলের প্রমো তৈরিতে বিশেষ অবদান রাখায় বৈশাখী টেলিভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট আমির হামজাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২০শে জুন মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনের বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি জন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ (বঙ্গবন্ধু স্যাটেলাইট)-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। উদ্বোধক এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন হিজবুত তওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও অর্থ
মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

Leave A Reply

Your email address will not be published.