BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই আমরা গড়ে উঠেছি।”

শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের গতকাল জন্ম হয়েছে, তারাও বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু এই দল হলো ফিনিক্স পাখির মতো। এ দলকে ভেঙে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি তা কাজে লাগাতে প্রস্তুত।

দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেকোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে কেবল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -