BMBF News

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

২৫
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর কুড়িপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়ে মোঃ আবুয়াল হোসেন সোহাগ (৩৮), মোঃ আসলাম (৩২), মোঃ নুরজামান (৩৪) এবং মোসাঃ ফাতেমা বেগম (৩২) দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালে ভর্তি আবুয়াল হোসেন সোহাগ বলেন, শনিবার কুড়িপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় এস এস সি পরীক্ষার্থী আমার ভাতিজা মোঃ আবির হোসেন অংশগ্রহন করে। প্রতিযোগীতায় একই শ্রেনীর মোঃ বাহাদুর হোসেন, আবিরের শরীরে ধাক্কা লেগে পড়ে যায়। এ ঘটনায় বেলা ৩টায় বাহাদুর তার সঙ্গীদের নিয়ে আমার ভাতিজা আবিরের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয়। পরে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সেদিন সন্ধ্যায় স্থানীয় কুড়িপাইকা বাজারে বাহাদুরের পিতা কুদ্দুস মোল্লা দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় কুড়িপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে বাহিরে সংঘর্ষ হয়েছে শুনেছি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে, কুড়িপাইকা ইউপি চেয়ারম্যান কবির তালুকদার বলেন, প্রথমে আবিরের ওপর হামলা হয়, পরে সংঘর্ষে কুদ্দুস মোল্লার লোকজনও আহত হয়েছে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন । তবে সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি ।

Leave A Reply

Your email address will not be published.