BMBF News

বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাইয়ুম এর স্মরন সভা অনুষ্ঠিত

১২
কামাল হোসেনঃ

 

বিশিষ্ট সাংবাদিক বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মরহুম মোঃ মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর ৩য় মৃত্যু উপলক্ষে  স্মরন সভা অনুষ্ঠিত।
অদ্য ২২নভেম্বর রোজ: বুধবার বিকাল ৪টায় আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যোগে আয়োজিত  স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসায় লেবুখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোক্তা প্রকৌশলী কামাল হোসেন এর সঞ্চালনায়  মরহুম মোঃ মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর জীবন কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ  এম এ মালেক মিয়া, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা মোঃ মাসুমবিল্লাহ সহ সুপারেনটেনডেন্ট আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা, ক্বারী আবু বকর।স্মরন সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও মরহুম আব্দুল কাইয়ুম এর জন্য দোয়ার দরখাস্ত করেন তার কন্যা বিশিষ্ট চিকিৎসক লিপিকা কাইয়ুম।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।