BMBF News

মাদারীপুর-৩ আস‌নে ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন-৮ প্রার্থী

৫৬
মাদারীপুর প্র‌তি‌নি‌ধিঃ

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মাদারীপুর-৩ আসনে বিভিন্ন জায়গায় সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন ।

আজ বৃহস্পতিবার সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলী‌গের প্রচার প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসন-৪১,সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ ইকবাল হোসেন খোকন মুন্সী (জাকের পার্টি) প্রবীন হালদার (তৃনমুল বিএনপি), এছাড়া‌ও নকুল কুমার বিশ্বাস,নিতাই চন্দ্র চক্রবর্তী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক।
আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সকল ভোটার গন ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।