BMBF News

মে দিবসে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও ১২টি দাবী

৮৭
নিজস্ব প্রতিবেদক :

 

একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্দ্যোগে আয়োজিত ১লা মে রোজ সোমবার, সকালে রাজধানীর পুরাতন পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র‍্যালি ও কর্মসূচি পালন করে।
র‍্যালি ও কর্মসূচিতে সভাপতিত্ব করবেন “একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন” এর সভাপতি জনাব মমতাজ উদ্দিন ভূঁইয়া। আরো উপস্থিত থাকবেন জনাব কামরুল হাসান-সাধারণ সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এছাড়াও মোছা: সীমা আক্তার-সিনিয়র সহ-সভাপতি, মো: আল-আমিন-সহ-সভাপতি, মো: রাসেল আহম্মেদ-সাংগঠনিক সম্পাদক, মো: শরিফুল ইসলাম-প্রচার সম্পাদক, মোছা: মনোয়ারা বেগম-নারী বিষয়ক সম্পাদক, মো: হারুন অর রশিদ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,মোছা: কুলসুম আক্তারসহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতা নেতৃবৃন্দ অবস্থিত থাকবেন ।

গার্মেন্টস শ্রমিকদের দাবীনামা:

১. গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৩,০০০/- হাজার টাকা ঘোষনা কর।

২. সকল কারখানায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে কমিটি গঠন কর।

৩. আই এল ও কনভেনশন ১৯০ অনুসমর্থন কর।

৪. শ্রম আইন ২০০৬ এর শ্রম বান্ধব শ্রম আইন চাই।

৫. নিরাপদ কর্মস্থল নিশ্চিত কর।

৬. অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন সহজিকরণ চাই।

৭. বিল্ডি কোড মেনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত কর।

৮. ৬৫% বেসিক চাই।

৯. রানা প্লাজা শ্রমিক হত্যা জড়িতদের ফাঁসি চাই।

১০. বাংলাদেশ শ্রম আইনের ধারা সংশোধনী নামে শ্রমিকদের ন্যায্য অধিকার হরণকারীদের প্রতিহত কর।

১১. অত্যাবশ্যকীয় সেবার নামে ধর্মঘট নিষিদ্ধের কালো আইন মানি না মানবো না।

১২. গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে প্রসূতি কল্যাণ সুবিধা ৬ মাস ঘোষনা কর ।

Leave A Reply

Your email address will not be published.