BMBF News

যুবলীগের আনন্দ র‍্যালিতে যুবলীগ নেতা বাবুর অংশগ্রহণ

২৬
নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ই নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ৩২নাম্বার পর্যন্ত এক আনন্দ র‍্যালির আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

উক্ত আনন্দ র‍্যালি সফল ও সার্থক করার লক্ষ্যে শতাধিক নেতাকর্মীদের নিয়ে এতে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ বাবু।

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ পরশে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর সঞ্চালনায় আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র জননেতা আলহাজ্ব আমুল হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।