BMBF News

রাজধানীতে তীব্র শীত সূর্যের দেখা মিলছে না, জনজীবন বিপর্যস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক:

 

রাজধানীতে কয়েকদিন যাবত সূর্যের দেখা মিলছে না তার সাথে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

 

টানা কয়েকদিন যাবত সূর্যের মুখ না দেখায় শীতের পোকট দিন দিন বেড়েই চলছে জনজীবন এর মাঝে ব্যাপক দুর্বিষহ দেখা দিচ্ছে।খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এর ভিতরে খেটে খাওয়া অসহায় গরীব মানুষের মাঝে দুর্বিষহ চরম আকারে ফুটে উঠছে। কেননা প্রচন্ড শীতের কারণে খেটে খাওয়া মানুষগুলো কোনরকম কাজে বের হতে পারছে না তাই পরিবারে খাদ্যের অভাব হচ্ছে।

 

রাজধানীর কিছু বস্তি ঘুরে দেখা গেল প্রচন্ড শীতের কারণে কাজে বের হতে পারছেনা না অনেকেই। তাই খাদ্যের অভাবে না খেয়ে অনেক পরিবার আছেন। কিছু কিছু জায়গায় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা শীত নিবারনের জন্য কম্বল ও মোটা কাপড় দিলেও ক্ষুধা নিবারনের জন্য কোন রকম সাহায্য সহযোগিতা তাদের দিচ্ছে না।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে সূর্য। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.