BMBF News

রাজারহাটে বাবা-মাকে বেঁধে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির উদ্দিশ্যে গিয়ে এ ঘটনা ঘটায়। ৩ আসামীর মধ্যে ২ জনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন মন্জুর করে আদালত। বাকী ১ আসামীকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আসামী আব্দুল মালেক (৩৮) কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, আব্দুস সালাম (৪২) কে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী এবং আবুল কালাম আজাদকে নাগেশ্বরী উপজেলার রায়গন্জ ইউনিয়নের হাজির মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে ইতিপুর্বে বিভিন্ন থানায় ৫টি ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৩ টি চুরির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মধ্যরাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঐ রাতে বৃষ্টির মধ্যে অজ্ঞাত পরিচয়ের তিন যুবক মুখোশ পড়ে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে তার বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে পার্শবর্তী একটি গাছ বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার বাবা একই বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।

এ ঘটনায় গত ২৭ জুলাই রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়।

Leave A Reply

Your email address will not be published.