BMBF News

রানা প্লাজার মালিক ১১৩৮ গামেন্টস শ্রমিক হত্যাকারী সোহেল রানা’র জামিন বাতিলের দাবি

১০

নিজস্ব প্রতিবেদক :

 

রানা প্লাজা দূর্ঘটনায় ৫ টি গার্মেন্টস কারখানার ১১৩৮ জন গার্মেন্টস শ্রমিক নিহত হয়। তর আহত হয় ২,৫০০ জন শ্রমিক। শতাধীক শিশু পিতা-মাতা হারায়। আহত অনেক শ্রমিক পঙ্গু। অনেক আহত শ্রমিক এখনো কাজ করার মতো ক্ষমতা অর্জন করে নাই। ক্ষতিগ্রন্ত শ্রমিক পরিবার গুলি এখনো পূনঃবাসনের অপেক্ষায় । এখনো অনেক আহত শ্রমিক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

এ অবস্থায় রানা প্লাজার ১০ বছর পূর্তির মাত্র ২ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে শ্রমিক হত্যাকারী খুনি সোহেল রানা-গতকাল ৬ এপ্রিল, ২০২৩।

খুনি সোহেল রানার এই জামিনের বিরুদ্ধে তাৎক্ষনিক ভাবে বিক্ষুদ্ধ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ৭ এপ্রিল, ২০২৩ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষুদ্ধ গার্মেন্টস শ্রমিক সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিল বের করেন
জাতীয় গার্মেন্টস শ্রমি একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেমনের সভাপতি জনাব আমিরুল হক আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান, গার্মেন্টস শ্রমিক নেতা রফিকুল ইসলাম, ফারুক খান, মিস কুলসুম আক্তার, রাসেল আহাম্মেদ, লোকমান আলী, মিস পারভীন আক্তার প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ থেকে, অবিলম্বে ১১৩৮ শ্রমিক হত্যাকারী খুনি সোহেল রানার জামিন বাতিল এবং তার ফাঁসি দাবী করা হয়।

Leave A Reply

Your email address will not be published.