BMBF News

রূপগঞ্জের চনপাড়ার মাদক ব্যবসায়ি বিলকিস গ্রেফতার

১৩
পলাশ মন্ড্ল, রূপগঞ্জ প্রতিনিধি :

বন্দরে ৮শ’ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপগঞ্জের নারী মাদক ব্যবসায়ী বিলকিস (৪৭)’কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ,গ্রেপ্তারকৃতকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিলকিছ বেগম রূপগঞ্জ থানার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের (ব্লকনং-১) এলাকার মৃত আজিজ খাঁ মেয়ে।বন্দর উপজেলার মদনপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দানকারী ধামগড় পুলিশ ফাঁড়ীর এস আই (নিঃ) হরবিলাস মন্ডল বাদী হয়ে একই দিন রাতে ধৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১০(৮)১৩ ।

মামলা তথ্য সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ জিডি নং-১১৪ মূলে এস আই (নিঃ) হরবিলাস মন্ডলসহ সঙ্গীয় র্ফোস ফাঁড়ি এলাকায় জরুরি ডিউটি করাকালে একই তারিখ দুপুরে বন্দর থানাধীন মদনপুর পুলিশ বক্সের সামনে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সঙ্গীয় ফোর্সসহ মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে উল্লেখিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave A Reply

Your email address will not be published.