BMBF News

রূপগঞ্জে কাজিরবাগ আলিম মাদ্রাসা থেকে লাশ উদ্ধার

১১
পলাশ মন্ডল,  রূপগঞ্জ প্রতিনিধ :

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেব ই এলাকায় কাজিরবাগ আলিম মাদ্রাসার পরিত্যক্ত ছাত্রবাস এর বারান্দা থেকে নূর হোসেনের লাশ (৪৬)উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
যানা গেছে চাঁদপুর জেলার মতলব থানার উত্তর মতলব এলাকার মৃত সিদ্দিকের ছেলে। ভিক্টিমের স্ত্রী শাহনাজ(৩৭) জানায় ভিকটিম গত ১৫ দিন যাবত ঠান্ডা কাশি যনিত রোগে আক্রান্ত ছিল এবং গত ০৮/০৯/২৩ খ্রি বিকাল ১৭.৪৫ ঘটিকায় নিজ বাড়িতে কাশি ও শ্বাসকষ্ট হচ্ছিল পরে স্থানীয় ফার্মাসিতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্য ভোর ৪.৩০ মিনিটে ফজর নামাজ এর উদ্দেশ্য নিজ বাসা থেকে বের হয় এবং স্থানীয় লোকজনের সাথে নামাজ আদায় করে। আজ সকালে এলাকার লোকজন কাজিরবাগ আলিম মাদ্রাসার পরিত্যক্ত ছাত্রবাস এর বারান্দায় নূর হোসেনের লাশ দেখতে পেয়ে রূপগঞ্জ থানায় ফোন দিলে, ভোলাব তদন্ত কেন্দ্রর এসআই (নিঃ) খায়রুল লস্কর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। উক্ত ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.