BMBF News

রূপগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

১০
পলাশ মন্ডল, রুপগঞ্জ প্রতিনিধি :

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎসচাষীদের মধ্যে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার উপজেলা মৎস কর্মকর্তা ও মৎসচাষীরা বর্ণাঢ্য র ্যালী নিয়ে উপজেলা পরিষদের আশপাশের স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। রূপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, কৃষি অফিসার ফাতেহা নুর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আক্কাস আলী, জাইকা প্রতিনিধি সোহেল রানা, মৎস্য চাষী জাহাঙ্গীর শাহ, জান্নাতুল নাঈম প্রমুখ।
পরে সফল পোনা উৎপাদন, মাছ উৎপাদন ও খাদ্য উৎপাদনকারীদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দরা।