পলাশ মন্ডল, রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট উপজেলার কাঞ্চন পৌরসভার টেকপাড়া, কালাদি, কাঞ্চন বাজার, কলাতলী, বিরাবো, রাণীপুরাসহ বিভিন্ন এলাকায় এ অনুষ্ঠান হয়। কালাদি বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম মোমেন, আওয়ামী লীগ নেতা মোঃ মনির মাষ্টারসহ কাঞ্চন পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।