BMBF News

শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ ও মহানগর মৎস্যজীবী লীগের ফুলের শ্রদ্ধা

২৩
নিজস্ব প্রতিবেদক :

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলসহ ১৫ ই আগস্ট সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বনানী কবরস্থানে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আজগর লস্কর এবং ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মো:দেলোয়ার হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দরা।

ফুলের শ্রদ্ধা অর্পণের পরে লায়ন মো: দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,

শেখ রাসেল যদি আজ জীবিত থাকতো তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মত দেশকে আরো উন্নয়নও সমৃদ্ধিময় গর্ত। তাই ১৫ ই আগস্ট এর হত্যাকারীদের মধ্যে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েও পালিয়ে আছে তাদেরকে দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করার আবেদন জানান।

Leave A Reply

Your email address will not be published.