BMBF News

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যুবলীগ নেতা বাবুর অংশগ্রহণ

৫০
নিজস্ব প্রতিবেদক :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি জামাতের তান্ডবের প্রতিবাদে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ কয়েকশো নেতাকর্মীদের নিয়ে সমাবেশকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ বাবু।

 

১৮ই অক্টোবর বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোজাম্মেল হোসেন মায়া, মোহাম্মদ নাছিম যুবলীগের চেয়ারম্যান শেখ পরশসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর এর নেতৃবৃন্দরা।

Leave A Reply

Your email address will not be published.