BMBF News

শেরপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে, জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমার নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু ও লবণ এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে ১০ নং চর পক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামে এসব বিতরণের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে,ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ স¤পাদক নাছরিন বেগম ফাতেমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা বেগম ১০ নং চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মন্টু,২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন,ইউপি সদস্য আমিনুল ইসলাম সুজন প্রমুখ।

বন্যার্ত্য গরীব অসহায় ও হতদরিদ্র পরিবার তারা জনপ্রতি চাল,ডাল,আলু ও লবণ এসব খাদ্য সামগ্রী সর্বমোট ৯ কেজি করে পেয়ে সন্তুষ্ট হয়ে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছরিন বেগম ফাতেমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.