BMBF News

শোক দিবস উপলক্ষে ১৫ ই আগস্ট নিহতদের কবরে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের ফুলের শ্রদ্ধা

২২
নিজস্ব প্রতিবেদক :

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট নিহত শহীদদের কবরে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মো: দেলোয়ার হোসেন।

তিনি আজ ১৫ ই আগস্ট সকালে ধানমন্ডির ৩২ নাম্বারের বঙ্গবন্ধুর প্রকৃতিতে প্রথমে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন পরে বনানী কবরস্থানে ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের কবরে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।

ফুলের শব্দ অর্পনের সময় দেলোয়ার হোসেনের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো:জলিল হোসেনসহ ঢাকা মহানগর এবং থানা ওয়ার্ডের নেতাকর্মীরা।

ফুলের শ্রদ্ধা অর্পণের শেষে লায়ন মো: দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,

বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি। বঙ্গবন্ধু বিশ্বের একমাত্র নেতা যিনি কেবলমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের বঞ্চিত নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন। এই জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় গড়ে তুলেছেন।

বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম, যে আদর্শে উজ্জীবিত হয়েছিল বাংলাদেশসহ বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত জনগোষ্ঠী।

Leave A Reply

Your email address will not be published.