BMBF News

১৫ ই আগস্ট জাতীয় মহান শোক দিবস উপলক্ষে কাঙ্গালী ভোজ ও এমপি শেখ ফজলুল করিম সেলিমকে আগমনী সম্বর্ধনা দিয়েছে গোপালগঞ্জের ধ্রুবতারা ক্লাব

২২
তানভীর হাসান সৈকত,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ:

মহান জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুংগীপাড়া আগত বারবার নির্বাচিত সাংসদ সদস্য-
শেখ পরিবারের অন্যতম অভিভাবক,
এমপি শেখ ফজলুল করিম সেলিমকে আগমনী পথ সম্বর্ধনা দিয়েছেন গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাইকান্দি ইউনিয়নের ধ্রুবতারা ক্লাব।

একই সঙ্গে তারা ১৫ই আগস্টে বিপথগামী কিছু ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত সকল শহীদদের স্মরণে কাঙ্গালি ভোজের আয়োজন সহ
কয়েক হাজার দুস্থ ও এতিম জনতার মাঝে খাবার বিতরণ করেন।

এসময়ের ধ্রুবতারা ক্লাবের পক্ষ হতে উপস্থিত ছিলেন রিসাল সিকদার,সাংবাদিক মামুন রানা,কাবুল শিকদার,রাসেল হোসেন,ইখলাস সিকদার. ইব্রাহিম সিকদার,নিয়াজুর রহমান তোরাব,হাসমত শিকদার,সাইফুল শিকদার,
নুরু শিকদার,জিকরুল শিকদার, শিহাব কাজী,রুবেল শিকদার,রাসেল মোল্লা সহ ক্লাবের সদস্য বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে এলাকার সম্মানিত মুরুব্বী, যুবসমাজ,তরুণ প্রজন্ম-
আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও হাজারো মুজিব প্রেমি জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।