গণস্বাস্থ্য কেন্দ্র ও বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে গণঅভ্যুত্থানে আহতদের জন্য ফিজিক্যাল থেরাপি ও পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক সাইদুজ্জামান চৌধুরী অপু, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. দলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফরিদ উদ্দিন, এবং অন্যান্য বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে আহতদের পক্ষ থেকে বক্তব্য দেন সাইফউদ্দিন মো. ইমদাদ ও নেসার উদ্দিন মোবারক।
বিপিএ সভাপতি ডা. দলিলুর রহমান বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। দুর্ভাগ্যজনকভাবে, অভ্যুত্থানে আহত এবং শহীদদের প্রকৃত সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। আহতদের দ্রুত পুনর্বাসন জরুরি, না হলে পঙ্গুত্ব বাড়বে।”
গণস্বাস্থ্য নগর হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য ১৫টি শয্যা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তারা চিকিৎসা ও থেরাপি নিতে পারবেন। অনুষ্ঠানে বিপিএ এক লাখ টাকার চেক হস্তান্তর করে।
সাইদুজ্জামান অপু বলেন, “গণস্বাস্থ্য কেন্দ্র মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা ২৪-এর বীরদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে বক্তারা আন্দোলনে আহতদের জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন, যেখানে তারা নির্বিঘ্নে চিকিৎসাসেবা পেতে পারেন।