BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আপাতত রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য সরকার কমিটি গঠনের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা আপাতত তাদের রাজপথের আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তবে কলেজ ভিত্তিক অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমীর কলেজ শিক্ষার্থী জাভেদ ইকবাল এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ বিকেলে সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে জানানো হয়েছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। এই আশ্বাসে আমরা আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করছি। তবে কলেজে ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, রাজপথের কর্মসূচি স্থগিত থাকলেও ভবিষ্যতে কলেজ ভিত্তিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সম্প্রতি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে একটি কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করতে হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে অন্যতম হলো সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। অধিভুক্তির পর থেকে একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »