BMBF News

ইসলামী মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার ইসলামী মহাসম্মেলনে আলেম-ওলামা ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে, যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা ও দীনের হেফাজতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে এই সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছিলেন।

ইসলামী মহাসম্মেলনটি মূলত ইজতেমার প্রথম পর্বে মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণের দাবি এবং তা নিয়ে আলেমদের বিরোধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ হয়ে আসছে। এ বছর মাওলানা সাদের অনুসারীরা প্রথম পর্বে ইজতেমা করার দাবি করলেও কওমি মাদরাসাভিত্তিক আলেমরা এর বিরোধিতা করেন।

সোমবার এই বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় পক্ষকে ডাকা হয়। তবে সেখানে মাওলানা সাদের অনুসারীরা উপস্থিত হলেও কওমি আলেমরা অনুপস্থিত ছিলেন। আলোচনার পর দুই পর্বে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হলেও কোন পক্ষ কোন পর্বে অংশ নেবে, তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।