মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত লুর্থারান হেলথ কেয়ার বাংলাদেশ’র (এলএইচসিবি) নির্বাহী পরিচালক গ্রেনার মারাক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ” সরকার ও রাজনীতি” বিষয়ের উপর গবেষনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সূত্র জানায়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ছালেহ আহাম্মদ খান গত ০৮/০৭/২০২৫ খ্রি. স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৫/০৬/২০২৫ তারিখ বিকেল ৩টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. কেএম মহিউদ্দিন এর তত্ত্বাবধানে সম্পাদিত ” Impact of Modernization on Sociopolitical practices of the Garos” শীর্ষক অভিসন্দর্ভের জন্য “গ্রেনার মারাক”কে পিএইচডি ডিগ্রি প্রদান করা হলো। এছাড়াও তিনি ইংরেজি, সাহিত্য অর্থনীতি Victomology and restorative justice (ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।