গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়জিদ বোস্তামী জিমের নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, মেহেদী হাসানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলা আহ্বায়ক করা হয়। কমিটি ঘোষণার পরই জেলাজুড়ে এ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা শুরু হয়।
জুলাই আন্দোলনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের বাদ দিয়ে ‘আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়া’ এগিয়ে নেওয়া হয়েছে -এ অভিযোগ তুলেই নেতাকর্মীরা এনসিপি অফিসে তালা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ঘোষিত সংশোধিত কমিটি ‘অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত’ এবং দলীয় আদর্শের পরিপন্থী। তাদের ভাষায়, এ কমিটি গাইবান্ধার প্রকৃত তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করেছে এবং একজন জাসদ নেতা আহ্বায়ক হওয়ায় ‘জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেঈমানি’ হয়েছে।
যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ জিসান বলেন, ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে, তদবির ও প্রভাব খাটানোর মাধ্যমেই এ কমিটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে পুরো কমিটি আওয়ামী লীগপন্থি, জোকারসুলভ এবং দলীয় আদর্শবিরোধী ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে।’
সদস্যসচিব বায়জিদ বোস্তামী জিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থি প্রভাবশালী মহলের দোসর, সুবিধাবাদী চরিত্রসহ একাধিক বিতর্কিত ব্যক্তিকে অযৌক্তিকভাবে পদ-পদবি দেওয়া হয়েছে। এনসিপির ত্যাগী ও প্রকৃত কর্মীদের সরাসরি অবমূল্যায়ন করা হয়েছে।’
জেলা এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে নবঘোষিত আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, ‘আমি এখনও ঢাকায় অবস্থান করছি। এ ব্যাপারে কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘আমার নিজের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। আমি কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। সব সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের প্রতিবাদ করেছি। এমনকি তার দোসরদের সঙ্গেও আমার রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। জাসদের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট আমার পরিপন্থী। তাই আমি জুলাইয়ের আদর্শ ধারণ করতে এনসিপিতে যোগ দিয়েছি।’