BMBF News

ছাত্র নেতা মো:রিয়াজ খান অরণ্যের আইনের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন

৩৯
নিজস্ব প্রতিবেদক :

 

এ্যাডভোকেট মো:রিয়াজ খান অরণ্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফাস্ট ক্লাস পেয়ে ২০২২ সালে এলএল.এম ডিগ্রি অর্জন করেছেন।
আজ ২৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার ঢাকা, মিরপুর -১৪ এ পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ৮ম সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এলএল.এম ডিগ্রী সার্টিফিকেট গ্রহণ করেছেন। তিনি ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে এইচএসসি, ২০১১ সালে (অনার্স) ও ২০১২ সালে মাস্টার্স (মার্কেটিং ডিপার্টমেন্ট) ডিগ্রী অর্জন করেছেন। ২০১৮ সালে ঐতিহ্যবাহী ঢাকা ‘ল’ কলেজ হইতে এলএল.বি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তিনি ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় জেল জুলুমের শিকার হয়েছেন। তিনি ইউনিয়ন, উপজেলা পর্যায়ে, কলেজ শাখা এবং ঢাকা মহানগরে একাধিকবার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন।
সর্বশেষ ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক যুগ্ম আহ্বা আতআয়ক ছিলেন। তিনি ব্যক্তি হিসেবে সৎ, মার্জিত এবং স্পষ্টভাষী ব্যক্তিত্বের অধিকারী। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।