BMBF News

ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরিত টেসলা সাইবারট্রাক, নিহত ১

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে চালক নিহত এবং সাত জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) ঘটে যাওয়া এই ঘটনায় দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, “বিস্ফোরণটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা এর উত্তর খুঁজছি।”

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ট্রাম্প হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা সাইবারট্রাকটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। একই দিনে নিউ অরলিন্সে ট্রাক চাপা দিয়ে ১৫ জনকে হত্যার কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণ ঘটে।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মন্তব্য করে বলেন, বিস্ফোরণের কারণ সাইবারট্রাকের কোনো ত্রুটি নয়। তিনি দাবি করেন, “বিস্ফোরণের কারণ আতশবাজি বা বোমা হতে পারে। ঘটনাস্থলের টেলেমেট্রি ডাটা পুরোপুরি স্বাভাবিক ছিল।”

এফবিআই-এর স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ জানান, বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। গাড়ির চালকের পরিচয় শনাক্ত করা হলেও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিস্ফোরিত সাইবারট্রাকটি এবং নিউ অরলিন্সের হামলায় ব্যবহৃত ট্রাকটি একই কার-শেয়ারিং সার্ভিস টার্বো থেকে ভাড়া করা হয়েছিল বলে জানান শেরিফ ম্যাকমাহিল।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ। ২০২৪ সালের নির্বাচনে টেসলার প্রধান ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সমর্থক ছিলেন এবং ট্রাম্প প্রশাসনে উপদেষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।