BMBF News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি দুর্ঘটনায় আহত সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার রাত সোয়া ৯টার দিকে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ হাওলাদার জানান, সারজিস আলম মাইক্রোবাসে বাংলামোটরে যাচ্ছিলেন। পথে একটি শিশু দৌড় দিলে চালক হঠাৎ ব্রেক করলে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়, এতে সারজিস আলম আহত হন।

তার বাঁ চোখের পাশে কেটে গেছে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

নতুন টয়োটা এস্কয়ার মাইক্রোবাসটির বিআরটিএ নিবন্ধন ছিল না।