মোঃ রাকিবুজ্জামান, দশমিনা, পটুয়াখালী:
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী মো. হাসান মামুন বলেছেন, “বিএনপি ক্ষমতায় আসলে এক বছরের মধ্যেই দশমিনাকে পৌরসভায় উন্নীত করা হবে।”
একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন—ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান হারে উন্নয়ন সুবিধা পাবেন।
বুধবার বিকেলে দশমিনা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরজবেগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম,
সাধারণ সম্পাদক শাহ আলম শানু,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল,
যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত,
সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা,
উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন,
সদস্য সচিব শামিম খান,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস,
উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন এবং কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনী।
জনসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।