BMBF News

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

রাকিবুজ্জামান, দশমিনা, পটুয়াখালী:

 

বেতন বৈষম্য দূরীকরণ এবং নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দশমিনায় র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী ফোরামের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজিব মিয়া।

বক্তব্য দেন—
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন,
এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার,
রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন,
পে-স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিস আহম্মেদ ,
কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন মৃধা
সদস্য শাহাবুদ্দিন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে তাদের আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে।

তারা ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।
অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশে উপস্থিত বক্তারা।