রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানস্থলে চলতি বছর পঞ্চাশটিরও বেশি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে দেশি-বিদেশি জাতের গরু, ছাগল, কবুতর, মুরগি ও অন্যান্য খামারি প্রাণী প্রদর্শন করা হয়।
দর্শনার্থীদের সবচেয়ে নজর কাড়ে—একটি গাভীর যমজ বাছুর এবং একটি ছাগলের চারটি বাচ্চা।
২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. শুভেন্দু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও) ইরতিজা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান,
জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহীন,
মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার,
পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম. আরিফুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায় থেকে আগত খামারিরা।